সম্পূর্ণ বিনামুল্যে অ্যামাজন ও ফ্লিপকার্টের গিফট কার্ড।
কিভাবে পাবেন ? কি করলে পাবেন ? কোথা থেকে পাবেন ?
এটা পাবেন Microsoft থেকে।
Microsoft Rewards নামের একটা ওয়েবসাইট আছে, সেখানে রেজিস্ট্রেশন করে কিছু সার্চ করলেই আপনি পাবেন ৩ পয়েন্ট করে এবং প্রত্যেক দিন ২০০ পয়েন্ট পাবেন এভাবে।
৪০০ পয়েন্টে পাবেণ ২৫ টাকা।
তাহলে একটা আইডি থেকে আপনি পাবেন দুদিনে ২৫ টাকা , ৩০ দিনে পাবেন ২৫*১৫ = ৩৭৫ টাকা
১০ আইডি থেকে যদি করতে পারেন তাহলে ৩৭৫*১০ = ৩৭৫০ টাকা।
একদম বিনামুল্যে ৩ থেকে ৪ হাজার টাকার গিফট কার্ড লুটতে পারবেন প্রতি মাসে খুব সহজেই।
* ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে উপরে , ইউটিউবে গিয়ে ভাল করে দেখেনিন একবার।
নাহলে অনেক বড় কিছু মিস করবেন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন