গল্প ছোট কিন্তু গভীরতা অনেক বেশি


আজ আমি আপনাদেরকে একটা ছোট গল্প বলব।
পড়ার পর ভাল লাগলে একটা মন্ত্যব্য করবেন দয়া করে...

একটা ছেলে ও একটা মেয়ে দুজন দুজনকে খুব ভালোবাসতো।
দুর্ভাগ্যবশত মেয়েটি মারা যায়।
ফলে ছেলেটির মন খারাপ হয়ে গেল; এবং সে তার কান্না কখনই থামাতে পারছিল না।
সে সারা রাত দিন শুধুই কান্না করত, তার উপর অনেকেই সহানুভূতি দেখিয়েছে,
কিন্তু কোন যুক্তিতেই সে তার কান্না থামাতে পারছিল না।
একদিন রাতে ঘুমিয়ে সে স্বপ্ন দেখল।
সে দেখল মেয়েটি তার বয়সের আরও অনেক মেয়েদের সাথে স্বর্গে রয়েছে।
.
.
.
সে একটু স্বস্তি অনুভব করল,
কিন্তু সে লক্ষ্য করল যে সমস্ত মেয়েরা পরীদের ড্রেস পরে আছে,
এবং তাদের সবার হাতে একটা করে জ্বলন্ত মোমবাতি রয়েছে।
কিন্তু,
তার প্রিয়তমার হাতে যে মোমবাতিটা রয়েছে সেটা জ্বলছে না!
সে জিজ্ঞাসা করল, " তোমার মোমবাতিটা জ্বলছে না কেন? "
মেয়েটি বলল, " আমি যখনই মোমবাতিটা জ্বালাই, তোমার চোখের জল এটাকে নিভিয়ে দেয়, plz তুমি আর কান্না করোনা।"

2 comments: