অপেক্ষায় রইলাম


তোমার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি।
সবার আগে শিখেছি ভালবাসতে।
আমি জানতামই না ভালবাসার মানে কি ?
সব শিখিয়েছো তুমি আমায়, শুধু শেখাওনি ভুলে যেতে।
আমি আজও ভুলতে পারিনি।
আজও তোমার মত সুখী হতে পারিনি।
আজও তোমার মত স্বার্থপর হতে পারিনি।
জীবন একটাই।
কিন্তু লোকে বলে প্রতিবার প্রেমে নাকি নতুন জীবন।
মরনও কি একবার ?
কি করে তা হয় ?
আমি যে প্রতিদিন একবার করে মরে যাই,
যখনই আমার মনের ক্যানভাসে তোমার মুখটা ভাসে........
প্লীজ তুমি আরেকবার এসো ।
শুধু একবার শিখিয়ে দিয়ে যাও কি করে ভুলতে হয়,
অপেক্ষায় রইলাম..........।।।।
এটি আমার একজন ফেসবুক ফ্রেন্ড অর্ণবের
ফেসবুক পোস্ট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন