নিউটাউনে ইকোপার্কে দর্শকদের জন্য খুলে গেল ভারতের প্রথম সৌর গম্বুজ
প্রতীক্ষার হলো অবসান। নিউটাউনে ইকোপার্কে তৈরি হলো ভারতের প্রথম সৌর গম্বুজ (solar dome)।এই গম্বুজের বাইরের পুরোটাই সুদৃশ্য সোলার প্যানেল দিয়ে মোড়া। দূর থেকে দেখে এটিকে কাঁচঘর বা গ্লাসহাউজ বলে ভুল হতে পারে।গম্বুজটির উচ্চতা ২৭ মিটার, ব্যাস ৪৫ মিটার।
সৌর গম্বুজের বাইরে লাগানো সোলার প্যানেল থেকে ১৮০ কিলো ওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।এখানে ২০০০ টি সক্রিয় সোলার প্যানেল বসানো হয়েছে। ডোমের ভিতর আলো, পাখা, কম্পিউটার, টিভি, লিফট সবকিছু চলবে সৌরবিদ্যুতের সাহায্যেই।
ডোমের ভিতরে থাকছে বিশাল উঁচু গোলাকার গ্যালারি। ইকো পার্কে ঘুরতে আসা সকল পর্যটক বিনামূল্যে গ্যালারি দেখতে পারবেন বলে জানা গেছে। এর ভিতর থেকে ইকোপার্কের সৌন্দর্য উপভোগ করতে পারবেন।
এই সৌর গম্বুজটি তৈরি করেছে হিডকো এবং পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন সংস্থা। সুইৎজারল্যান্ডের একটি নামী সংস্থার পরামর্শ অনুযায়ী তৈরি হয়েছে এই সৌর গম্বুজ। এটি তৈরির কাজ শুরু হয় ২০১৭ সালে।
দেশের মধ্যে পশ্চিমবঙ্গ প্রথম এমন সৌর গম্বুজ গড়ে তুলল। কলকাতা, রাজ্য তথা সারা দেশের মানুষের কাছে এই সৌর গম্বুজ এক দর্শনীয় স্থান হয়ে উঠবে তা আশা করা যায়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন