বন্ধু

বন্ধুত্ত তুই বড্ড এলোমেলো। যেন আষাঢ়ের মেঘ, বৃষ্টি,রুদ্দুর। বন্ধুত্ব শব্দটায় উপলব্ধির বালাই শিষ্টাচার নাই,  আদব কায়দা এখানে পায়না ঠাই।বন্ধু মানে কাঠফাটা রোদে আমবনে আড্ডা,একে অপরের সাথে রংবাজি, কারন ছাড়াই হেসে হামা গুড়ি।। বন্ধু মানে প্রবাহিণীর রুপের বিস্লেসন, ভবিষ্যতের ভাবনা জলাঞ্জলি। বন্ধু মানে রোজই হোলি। বন্ধু মানে জিবনের গতিপথ সচল। পাসেই তো আছি বন্ধু কেন এত আবিচল ? বন্ধু মানে কি খাওয়াবি ভাই ? বন্ধু মানে কিছুই নয় গোপন, ভাবনাগুল সব বলা যায় যাকে সেত আপনের চেয়ে আপন।

1 comments: