যখন তোমায় নিয়ে ভাবতে বসি তখন আমার পৃথিবীটা সেখানেই থমকে যায়।
মনে একটা প্রশ্ন জাগে তুমি কি সেই তুমি যার জন্য আমার অস্তিত্ব বিলীন করতে ও দ্বিধা করি নি?
ভাবতেই অবাক লাগে কি পেয়েছ আমায় এই অবিরাম কষ্টের সাগরে ভাষিয়ে।
হয়তো অনেক কিছুই নয়তো কিছুই নয়।
আচ্ছা বলতো তুমি কি পারবে অন্য কাউকে সুখী করতে?
মনে হয় পারবে।
তা না হলে কি আমার হাতটি ছেড়ে দাও অন্য একটি হাত ধরবে বলে।
জানো তুমি চলে যাওয়ার পর এখন সব কিছুই অচেনা মনে হয়।
কাউকেই আর সহজে বিশ্বাস করতে পারি না।
হাসতে ও পারি না আগের মতো ।
নীরবতা আর একাকীত্বে ভরপুর আমার জীবন।
চারপাশটা এখন ভেলা ভূমি ছাড়া আর কিছুই মনে হয় না।
তোমার স্মৃতি গুলো প্রতিনিয়ত আমায় কাঁদায়।
তবে ভেবো না, আর বেশী দিন তোমার জন্য কান্না করতে হবে না।
কারন খুব কাছ থেকেই দেখছি কিভাবে জীবন প্রদিপ নিভে যাচ্ছে।
সত্যিই খুব মিস করবো তোমায়।
আচ্ছা একটা কথা বলবে কিভাবে এতো তাড়াতাড়ি স্মৃতির পাতা থেকে অতীত কে মুছে ফেলতে পেরেছো?
এতোটা স্বার্থপর কিভাবে হয়ে গেছো।
ও বিরক্ত হচ্ছ ।
আচ্ছা বিরক্ত করবো না ।
ভালো থেকো তুমি।
nice
ReplyDeleteyeah, thnx..
Deletemy life same to same
DeleteOh really!!?
Delete