Valobasa
শুনুন তাহলে ভালোবাসা মানে কি...
ভালোবাসা মানে দুজনের পাগলামি,
পরস্পরকে হৃদয়ের কাছে টানা;
ভালোবাসা মানে জীবনের ঝুঁকি নেয়া,
বিরহ-বালুতে খালিপায়ে হাঁটাহাঁটি;
ভালোবাসা মানে একে অপরের প্রতি
খুব করে ঝুঁকে থাকা;
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভালোবাসা মানে ব্যাপক বৃষ্টি, বৃষ্টির একটানা
ভিতরে-বাহিরে দুজনের হেঁটে যাওয়া;
ভালোবাসা মানে ঠাণ্ডা কফির পেয়ালা সামনে
অবিরল কথা বলা;
ভালোবাসা মানে হাজার দুঃখের মাঝও নিজেকে
সুখী রাখা ।
ভালোবাসা মানে শেষ হয়ে-যাওয়া কথার পরেও
মুখোমুখি বসে থাকা।
আজ এই পর্যন্তই, সাথে থাকবেন...
আর কমেন্ট অবশ্যই করবেন যদি ভাল লাগে।
wow. very nice
উত্তরমুছুনyes, thnx
মুছুনHmm
উত্তরমুছুনhmmm, thnx
মুছুনWow
মুছুনValo basa
উত্তরমুছুনভালোবাসা কি
মুছুনOlpo sukh ar besi besi kosto...
মুছুনVery nice
উত্তরমুছুনAbsolutely right
উত্তরমুছুনsaradin miss kora na chaileo mone pora
উত্তরমুছুনNice
উত্তরমুছুনFuck love
উত্তরমুছুন