এই পোস্টটা আপনাদেরকে ভ্যালেন্টাইন্স ডে'র শুভেচ্ছা জানানোর জন্যই করলাম।
তবে একদম ফালতু ফালতু একটা পোস্ট করতে আমার তেমন ভালোলাগে না।
কিছু বোনাস দিয়ে দিচ্ছি।
ভ্যালেন্টাইনস ডে এসএমএস (Bengali Valentines Day SMS)
এই মন চাই শুধু তোমায় ভালোবাসি
এই মন চাই শুধু তোমার কাছে আসি
এই মন চাই শুধু তোমার মুখের হাঁসি
এই মন চাই শুধু থাকতে তোমার পাশাপাশি।
I Lovve you..., Happy Valentines Day.
যখন ঘুম আসে, তখন স্বপ্ন আসে
যখন স্বপ্ন আসে, তখন তুমি আসো
আর যখন তুমি আসো, তখন ঘুম আসেনা।
ভালোলাগে মেঘেঢাকা স্বপ্নের জাল বুনতে
ভালোলাগে নীল আকাশের রঙধনু খুঁজতে
ভালোলাগে যদি তুমি আমায় কাছে ডাকলে
আর ভালোলাগে যদি তুমি আমায় মনে রাখলে।
যত ভালোবাসা পেয়েছি তোমার কাছ থেকে
দুষ্টু এই মন চাই আরও বেশি পেতে
কিজানি তোমার মধ্যে কি আছে
এই মন চাই তোমাকে আরও বেশি কাছে পেতে।
ভালো যদি বাসোই তাকে ডানামেলে উড়তে দাও
অনেক রাতের আকাশ ছুয়ে তোমার কাছে ফিরতে দাও
হতেই পারে ফিরলোনা পথভোলা সেই অচিনপাখি
তোমার কোন দোষ ছিলোনা, ভালোবাসায় ছিল ফাঁকি।
তোমার জন্য রইলো আমার স্বপ্নে ভেজা ঘুম
একলা থাকা শান্ত দুপুর, রাত্রি নিঝুম
তোমার জন্য রইলো আমার দুষ্টু চোখের ভাষা
মনের মাঝে লুকিয়ে রাখা অনেক ভালোবাসা।
আর না।
এবার তোমাদের জন্য একটা ভিডিও গান খুজে এনেছি।
না দেখলে চরম মিস।
অনেকের আপনজন হয়ত...
যেতে যেতে তাদের জন্য মাত্র একটা এসএমএস।
জীবনটা আজ সাদা পাতা, লেখার কিছুই নেই
মরুভূমিতেই দাড়িয়ে আছি, পুরনো আমি সেই
হটাৎ করে কেন কাঁদে আজ আমার মন
তাকিয়ে দেখি হারিয়ে গ্যাছে আমার আপনজন।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন