ডাক্তারি ভালোবাসা

বড্ডো খারাপ লাগে কারন আপনাদের জন্য কিছু পোস্ট করাই হয়না।
আর যদিও করা হয় তা খুব একটা ভালো কিছু হয়না।
আজ আর একবার কিছু অগোছালো কথা আপনাদের জন্য।
Daktari Bhalobasa - Valobasa
"তুমি আমার সারা জীবনের ভালোলাগা হইও না ...
বরং, "ভাল্লাগেনা" রোগের ডাক্তার হয়ে যেও !!
মাঝে মাঝে ইনজেকশনের তীক্ষ্ণ সূচের মত এক চিমটি ব্যথা দিও ... দাঁতে দাঁত চেপে ঠিকই সয়ে নেবো !!
কিংবা তেতো ওষুধের মত এক চামচ বিষণ্ণতার স্বাদ দিও ... একটুখানি চোখ মুখ কুঁচকে আবার ঠিকই মুচকি হাসি দেবো !!
হোক না তোমার মনের ভাষা দুর্বোধ্য কোন প্রেসক্রিপশন এর মতই।
ঠিকই আমি বুঝে নেবো !!
স্টেথোস্কোপ লাগবে না, বুকের ভেতরের ধকধক আওয়াজটুকু স্টেথোস্কোপ ছাড়াই স্পষ্ট শুনিয়ে দেবো !!
তুমি শুধু রোগ সারাতে এসো... 
এক মুঠো না, এক চিমটি ভালোবেসো !!"

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন