্প্রভু জগন্নাত এর রথ


 জগন্নাথ এর রথ ২০৬ টি কাঠ দিয়ে তৈরি ,যা নরদেহের ২০৬ টি হাড়ের অনুরুপ !রথের ১৬ টি চাকা ৫ টি জানেন্দ্রিয় ,৫ টি কর্মেন্দ্রিয়,ও ৬ টি রিপুর প্রতিক! রথের রশি হল মন। বুদ্ধি রথের সারথি! এই দেহ রথের রথি স্বয়ং ঈশ্বর! ঈশ্বর নিজের ইচ্ছায় এই শরীরকে চালিত করেন!মানুসের ইচ্ছায় কিছু হয় না,যা কিছু হয় সব ঈশ্বরের ইচ্ছায়! উল্টোরথের পর জগন্নাথ রথ থেকে একবার নেমে গেলে এই রথে আর ওঠেন না !তখন এই রথ ভেঙ্গে ,কাঠ সব পুড়িয়ে ভোগ রান্নার কাজে লাগান হয়!তেমনি আমাদের শরীর থেকে ঈশ্বর একবার বেরিয়ে গেলে এই শরীরে আর কোন গুরুত্ব থাকে না। মৃত বলে এই দেহ পুড়িয়ে দেওয়া হয়!সব কিছুর আধার সেই ঈশ্বরকে পেলে আর কিছু পাওয়ার বাকি থাকেনা !জগতের নাথ প্রভু জগন্নাথ সকলের মঙ্গল করুন!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন