ছেলেটা কি ঠিক করেছে?


ছেলেটা ক্লাসের 1st বয় ছিল।
মেয়েটা ছিল ওর ক্লাস মেট।
একদিন ছেলেটা মেয়েটাকে প্রপোজ করল।
ছেলে: আমি তোমাকে ভালবাসি...
মেয়ে: তো আমি কি করবো?
ছেলে: আমি তোমাকে বিয়ে করতে চাই।
মেয়ে: তোমার যোগ্যতা কি আছে যে আমায় বিয়ে করবে?
ছেলে: আমি ক্লাসের 1st বয় যখন, পাস করে বেরোবার পর কিছুনা কিছু ঠিক পেয়ে যাবো।
মেয়ে: আমি অন্য একজনকে ভালবাসি। আর তার মাসিক বেতন ৪০ হাজার টাকা।
তুমি যদি পড়া শেষ করার পর তিন বছরের মধ্যে তার থেকে বেশি টাকার চাকরি করতে পারো তাহলে আমি তোমায় বিয়ে করবো।
তিন বছর পর ছেলেটা মেয়েটার সাথে দেখা করতে গেল।
আজ সে একজন নামকরা কোম্পানির ম্যানেজার, গতকালই বিদেশ থেকে ফিরেছে।
নির্দিষ্ট জায়গায় মেয়েটা হাতে ফুল নিয়ে বসে আছে।
আজ সে খুব সুন্দর করে সেজেছে।
ছেলেটাকে দেখেই মেয়েটি ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল।
খিলখিল করে হাসতে হাসতে বলল, I love u ... Will u marry me?...
ছেলেটিও মেয়েটিকে শক্ত করে জড়িয়ে ধরল।
আজ তার খুব খুশীর দিন, এটাই তো সে চেয়েছিল।
ছেলেটা চোখ দুটো বন্ধ করল।
তারপর মেয়েটার কানে কানে বলল, যে টাকার জন্য নিজের এতোদিনের ভালবাসাকে ছেড়ে চলে আসতে পারে তাকে আমি কি করে বিশ্বাস করব?
সরি, তোমাকে আমি বিয়ে করতে পারব না।
এবার আপনারা বলুন, ছেলেটা কী ঠিক করেছে না ভুল করেছে?
আপনার নিজের মতামত দেওয়ার জন্য,
এই সাইটে রেজিস্টার করে নিজের ইমেল ভেরিফাই করেন।
তারপর লগিন করার পর সমস্ত কিছু করতে পারবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন