একটা ছেলে একটা মেয়েকে প্রপোজ করলো।
মেয়েটি ছেলেটিকে পাত্তাই দিলোনা।
ছেলেটি বলল, আমি তোমাকে একশো দিন সময় দিলাম, তুমি ভেবে দেখ।
আমি এই একশ দিন তোমার বাড়ির সামনে থাকবো এবং তোমার জন্য অপেক্ষা করবো।
এই বলে ছেলেটি চলে গেল, পরদিন থেকে ছেলেটি সেই মেয়েটির বাড়ির সামনে অপেক্ষা করতে লাগলো।
এভাবে ৯৯ দিন চলে গেল। মেয়েটি ছেলেটাকে ভালবেসে ফেলল।
আজ একশ দিন পুর্ণ হবে, মেয়েটি আজ ছেলেটাকে ভালবাসার কথা বলবে।
সে বাড়ির সামনে গেল, কিন্তু সেখানে ছেলেটাকে দেখতে পেল না।
সেখানে একটা চিঠি পেল,...
"আমি সত্যি তোমাকে অনেক ভালবেসেছিলাম।
আমি বিশ্বাস করতাম তুমি আমার কাছে আসবে।
আমি যখন তোমার বাড়ির সামনে ঘুর ঘুর করছিলাম, তখন তোমার পাশের বাড়ির মেয়েটা আমাকে ফলো করছিল।
এক মাস যাওয়ার পরই সে আমাকে তার ভালোবাসার কথা জানায়।
আমি তাকে তোমার কথা বললাম, সে তারপরও আমাকে পেতে চাইলো।
আমি তাকে তখন কিছু বললাম না।
যখন বৃষ্টিতে হচ্ছে তুমি হয়তো গায়ে কম্বল দিয়ে সুয়ে ছিলে।
তখন তোমার পাশের বাড়ির মেয়েটা আমার জন্য ছাতা এনে দিয়েছিল, তার চখের কোনে লুকানো জল আমি দেখেছি।
আর তুমি একবারও বেরিয়ে দেখনি, আমি কেমন আছি।
আমি তোমার মতো স্বার্থপর হতে পারিনি।
আমি আজ আমার সত্যিকারের ভালবাসার মানুষকে পেয়েছি, তোমার কাছে আমার কোন দাম নেই, কিন্তু ওর কাছে আমার দাম অনেক।
তাই আমি আমার ভালবাসার মানুষটার কাছে চলে গেলাম।
ভাল থেকো, চিঠিটা পড়ে মেয়েটি কাঁদতে লাগলো।
আমি সত্যি বোকা, তোমাকে আমি প্রথম দিন থেকে ভালবেসেছি, কিন্তু বলিনি আমার প্রতি তোমার ভালবাসা কতটুকু তা পরিক্ষা করার জন্য।
আমি বুঝিনি তুমি অন্য কারো হয়ে যাবে।
তুমি ফিরে এসো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি।
মেয়েটি কাঁদতে লাগলো, কিন্তু এখন আর কেঁদে লাভ নেই,অনেক দেরী হয়ে গিয়েছে.....
গল্প শেষ, এবার আমি কিছু বলি...
নিচের কথাগুলো এখনকার প্রেমিক-প্রেমিকাদের জন্য
নিজের ভালবাসার মানুষটাকে পরীক্ষা করা ভাল,
কিন্তু এমন পরীক্ষা কোরো না যাতে
পরে তোমাকে কাঁদতে হয়।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন