আজ আমি যে গল্পটি আপনাদের বলব,
এটা একটা রুপক গল্প।
সাধারণ ভাবে দেখতে গেলে কোন মানে খুজে পাবেন না,
কিন্তু সঠিক ভাবে বোঝার চেষ্টা করলে বুঝতে পারবেন।
একটা মেয়ে পাখি একটা ছেলে পাখিকে ভালোবাসতো।
তারা এক সাথে ঊড়ে বেড়াত , গান গায়ত, ণীল আকাশে পাড়ি দিত।
তারা এক সাথে ঊড়ে বেড়াত , গান গায়ত, ণীল আকাশে পাড়ি দিত।
হঠাথ একদিন মেয়ে পাখিটির পায়ে খুব ব্যাথা পেয়ে পা হারালো।
মেয়ে পাখিটি কাঁদতে কাঁদতে ছেলে পাখিকে বলল, "তুমি আমাকে ছেড়ে চলে যাবে নাতো?"
ছেলে পাখিটি একথা শুনে তার নিজের দুটি,ডানা কেটে ফেলে দিয়ে বললো, "এই বারতো আমি চাইলেও তোমাকে ছেড়ে যেতে পারবো না ।"
এক দিন বড় একটা তুফান এসে তাদের ঘর ভেঙ্গে দিল।
তখন
ছেলে পাখিটি মেয়ে পাখি কে বলল, "তুমি নিরাপদ জায়গায় চলে যাও। আমার কথা চিন্তা করো না।"
মেয়ে পাখিটি তার কথা শুনে নিরাপদ জায়গায় ঊড়ে চলে গেল।
ছেলে পাখিটি মেয়ে পাখি কে বলল, "তুমি নিরাপদ জায়গায় চলে যাও। আমার কথা চিন্তা করো না।"
মেয়ে পাখিটি তার কথা শুনে নিরাপদ জায়গায় ঊড়ে চলে গেল।
সার্থপর ঝড় তুফান থামার পর,
মেয়ে পাখিটি ফিরে এসে দেখলো,
ছেলেপাখিটির পাশে মাটিতে লেখা ছিল...
তুমি যদি এক বার বলতে "আমি তোমাকে ছেড়ে যাবোনা।"
তাহলে আমি ঝড় তুফান কে হারিয়ে বেঁচে থাকতাম, শুধু তোমার জন্য ।
তাহলে আমি ঝড় তুফান কে হারিয়ে বেঁচে থাকতাম, শুধু তোমার জন্য ।
ভালো লাগলে,
আপনাদের মুল্যবান মতামত জানাতে ভুলবেন না!
apurba lagche golpo guli porte.
ReplyDeletesune khushi holam
Deleteখুব সুন্দর কোথায়
ReplyDeleteকিজানি কোথায়!
Delete