সত্যি কথা


সত্যি কথা বলতে পারি চলতে পারি একা,
বলতে পারি অনেক কথা সোজা কিংবা বাঁকা ৷
ভাবতে পারি নিজের মতো চাইছি যত খুশি
হাসতে পারি সবার মতো পাচ্ছে যত হাসি
কাঁদতে পারি চুপিচুপি একলা বসে ঘরে ৷
সাহস খানাও দেখাতে পারি দেখিয়ে গায়ের জোরে
ভয় দেখালেও ভয় পেয়ে যায় , একটু কিছু হলে
এভাবেই বাঁচব শুধুই , সত্তি কথা বলে ৷
কবিতাটি এখানেই প্রথম প্রকাশিত।
লিখেছেন আমার ফেসবুকের বন্ধু দিব্যেন্দু হালদার।

2 comments: