প্রকৃত ভালবাসা


একটা ছেলে তার গার্লফ্রেন্ডকে নিয়ে রেষ্টুরেন্টে গেলো।
ছেলেটা বললোঃ আমার কাছে কিন্তু টাকা নেই, আজ তোমাকে বিল দিতে হবে।
মেয়ে: টাকা নেই আগে বলতে পারতে আমি আসতামনা।
ছেলেঃ এভাবে বলছো কেন?
মেয়েঃ আরে থামো তুমি আমায় কোনদিন খাইয়েছো ? আজ থেকে তোমার আমার সম্পর্ক এখানেই শেষ।
মেয়েটা বলেই চলে গেল, একবারও ফিরে তাকালোনা ছেলেটার দিকে।
ছেলেটা মন খারাপ করে হাঁটছিলো, এমন সময় একটা বাচ্চা পা জড়িয়ে ধরে বলল, "দাদা আমারে কিছু খেতে দেবেন?"
ছেলেটা পকেটে হাত দিয়ে দেখে ৩০ টাকা আছে, তাই দিয়েই বাচ্চাটাকে খাওয়ালো।
বাচ্চাটা খাচ্ছে আর কাঁদছে, সে কাঁদা সুখের কাঁদা।
খাওয়া শেষে বাচ্চাটা বললো, দাদা আপনাকে আমি কোনদিনও ভুলবোনা।
কথাটা শুনে ছেলেটারও কান্না পেয়ে গেল, ভাবল, আমি এতদিন আমার গার্লফ্রেন্ডের একটু ভালোবাসা পাওয়ার জন্য হাজার হাজার টাকা খরচ করেছি।
আর এ মাত্র ৩০ টাকায় এত খুশি।
তারপর থেকে ছেলেটা রেলষ্টশনে গিয়ে ছোট ছোট ছেলে মেয়েদের চকলেট, আইসক্রিম, চানাচুর এইগুলো কিনে দেয়।
তাদের সাথে খেলা করে, আর ছেলেটা যদি ১ দিন না যায় তারা সবাই মন খারাপ করে থাকে, তার কথা ভাবে, কাঁদে।
আর এটাই হলো প্রকৃত ভালবাসা।


0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন