জীবন একটাই, ভালবাসুন আর উপভোগ করুন

একটা লোক মারা গেছে। 
দেহত্যাগ করার মুহুর্তেই সে দেখলো সর্বশক্তিমান ঈশ্বর একটা সুইটকেস হাতে নিয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছেন।
তখন ঈশ্বর আর মৃত ব্যক্তির কথোপকথন...

ঈশ্বর - ঠিক আছে, এখন তোমার যাওয়ার সময় হয়ে গেছে। 
মৃত ব্যক্তি - এত তাড়াতাড়ি? আমার যে অনেক কাজ করার পরিকল্পনা ছিল প্রভু।
ঈশ্বর - আমি দু:খিত কিন্তু তোমার যে যাওয়ার সময় হয়েগেছে।
মৃত ব্যক্তি - আপনার হাতের ওই সুইটাকেসে কি আছে? 
ঈশ্বর - এটাতে তোমার সব জিনিস রয়েছে।
মৃত ব্যক্তি - আমার জিনিস? মানে আমার জামা কাপড়, টাকা পয়সা এসব?
ঈশ্বর - না, ঐ জিনিসগুলো কখনই তোমার ছিল না, তাই তুমি ওসব পৃথিবীতে রেখে এসেছ।
মৃত ব্যক্তি - তাহলে কি এটাতে আমার সব স্মৃতি রয়েছে?
ঈশ্বর - না, তোমার স্মৃতি রয়েছে তোমার অতিবাহিত সময়ের মধ্যে।
মৃত ব্যক্তি - তবে কি এটার মধ্যে আমার প্রতিভা রয়েছে?
ঈশ্বর - না, তোমার প্রতিভা তোমার পরিস্থিতির সাথে ছিল।
মৃত ব্যক্তি - তাহলে কি এটাতে আমার বন্ধু আর পরিবারবর্গ রয়েছেন?
ঈশ্বর - না, তারাও তোমার পথে হাটছে, জীবন শেষে তারাও তাদের গন্তব্যে পৌঁছে যাবে।
মৃত ব্যক্তি - তবে কি এটাতে আমার বউ বাচ্চা রয়েছে?
ঈশ্বর - না, তোমার স্ত্রী-পুত্র রয়েছে তোমার হৃদয়ের মাঝে।
মৃত ব্যক্তি - তাহলে এটাতে নিশ্চয়ই আমার মৃতদেহ হবে? 
ঈশ্বর - না না, তোমার মৃত্যদেহ তো ধুলিকনায় পরিনত হয়েগেছে।
মৃত ব্যক্তি - তাহলে এটাতে আমার আত্মা রয়েছে! 
ঈশ্বর - না, তুমি বারবার দু:জনক ভুল করছ, তোমার আত্মা তো রয়েছে আমার মধ্যে, তোমার আত্মা আমাতেই বিলীন হয়েগেছে।
মৃত ব্যক্তিটি তখন চোখের জলে নয়ন ভাসিয়ে ঈশ্বরের হাত থেকে সুইটকেসটা খুলে দেখে সেটা খালি, কিছুই নেই তার মধ্যে।
ভগ্ন হৃদয়ে অশ্রুসজল নয়নে সে ঈশ্বরকে জিজ্ঞেস করলো, এই সুদীর্ঘ জীবনে কিছুই কি আমার ছিল না? আমি কি জীবনে ও মরণে সব জায়গাতেই নি:স্ব?
ঈশ্বর বললেন - ঠিক বলেছো, সমস্ত জীবনে কিছুই তোমার ছিলনা আর এটাই ছিল তোমার ভ্রম। 
মৃত ব্যক্তিটি আশাহত হয়ে জিজ্ঞেস করলো - তাহলে আমার কি ছিল?
ঈশ্বর বললেন - জীবনের মুহূর্তগুলি শুধু তোমার ছিল। যতটা মুহূর্ত তুমি বেঁচেছিলে সেই মুহূর্তগুলি শুধু তোমার ছিল। 
জীবন শুধুমাত্র একটা মুহূর্ত। জীবনকে যাপন করুন, ভালবাসুন আর উপভোগ করুন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন