আজ আপনাদের জন্য
একটি অসাধারন কবিতা নিয়ে এসেছি।
পাগলিটাও মা হয়েছে
তবে বাবা হয়নি কেউ,
পাগলি বলে যায়নি ছেড়ে
প্রসব ব্যাথার ঢেউ.
পাগলিও যে নারি শরীর
বয়ে বেড়ায় তার,
ছেড়ে যায়নি মাসিক নামের
ব্যাথার অনাচার.
রাস্তায় ঘুরে কাটে দিন আর
রাস্তায় কাটে রাত,
পাগলি বলে স্বামি হয়নি
পায়নি সংসার স্বাদ.
কিভাবে সে মা হয় তবে
গর্ভে লয় সন্তান?
নাকি আবার জন্ম নিলো
যিশু ভগবান. .
পাগলি ও কি করেছিল
যৌন আহবান,
নাকি রাতের বেলা বেইশ্যা হয়ে
করল শরীর দান.
দশমাসেতে পাগলি ছিল
কত বেদনায়,
পেট বেড়েছে পোঁয়াতি সে
কিসের তাড়নায়.
ক্ষুধায় খেল আবর্জনা
কখনো না খেয়ে,
বাচ্চা পেটে ছোটাছুটি
কে দেখেছে চেয়ে,
বাচ্চা মারে পেটে লাতি
মানুষ মারে পিঠে,
হাতুড়িতে আঘাত হানে
ফাটল ধরা ইটে.
ব্যাথায় যেদিন কুকড়েছিল
কে দেখে বল কাকে,
হাউ মাউ করে কেঁদেও সে
পায়নি সাড়া ডাকে.
সেইতো বোঝে প্রসব ব্যাথা
যে হয়েছে মা,
পাগলিটাও মা হয়েছে
বাপটা কেউ না.
গাছ ফেটে যে গাছ বেরোলো
কে লুকেছে বীজ.
মেয়ে শরীর পেয়ে রাতে
কে ঢেলেছে বিষ,
জন্ম নিল যে শিশুটি
কাকে ডাকবে বাপ.
অবৈধ বলবে সবাই যারে
যে সমাজের পাপ.
পাগলি বলে দমকে বলি
এখান থেকে ফুট.
রাতের বেলা পাগলির শরীর
করে এলাম লুট,
দশটা মাসে কি খেয়েছে
রক্ত গেল কত.
কে দেখেছে দশটি মাসে
ব্যাথায় ছিল শত,
কে জানে তার শরীরটাকে
আরো কতবার.
চুষে খেয়ে চিবিয়েছে
কত জানোয়ার.
পুরুষ গেল শরীর খেয়ে
নিয়ে গেল স্বাদ,
কষ্ট পেয়ে মরলো শুধু
পাগলি মায়ের জাত.
ভিখারিনী বলে মায়ের জাতি জন্ম দিয়ে
নিজেই হল কাল,
পাগলিটাও মা হয়েছে
মা হয়েছে মাল,
রাতের বেলা নারির শরির
ভোগ্য পন্যময়,
নিজেকে আজ পুরুষ ভাবতে
বড়ই লজ্জা হয়.......।
লিখেছেনঃ - অনিরুদ্ধ সরকার
yeah. খুব সুন্দর হয়েছে । আচ্ছা আপনারা নাকি আপনি এই সমস্ত পোস্ট গুলি লিখেন ?
উত্তরমুছুনএটা কে লিখেছেন তার নাম শেষে দেওয়া আছে, যাইহোক ধন্যবাদ
মুছুনআর চাইলে এখানে আপনিও লিখতে পারেন
মুছুনWonderful poem
উত্তরমুছুনyes bro
মুছুনকিভাবে ? (আমি একজন CS এর ছাত্র OK)। Please আমার Facebook -এ যোগাযোগ করেন । আমার facebook . https://www.facebook.com/MDKIAMOTTULLAH
মুছুনওকে
মুছুনঅবাক হয়ে যাওয়ার মত কবিতা ।
উত্তরমুছুনhttp://www.chilmari.top
খুব ভাল লেগেছে
উত্তরমুছুনKhub valo hoyache
উত্তরমুছুনধন্যবাদ দাদা
মুছুনএই মন্তব্যটি একটি ব্লগ প্রশাসক দ্বারা মুছে ফেলা হয়েছে।
উত্তরমুছুনএই কবিতাটা ফেসবুকে দেখেছি ২০১৫ সালে অন্যজনের লেখা হিসাবে পোস্ট করা আছে।
উত্তরমুছুনহ্যা, এগুলো নেট থেকেই নেওয়া হয়েছে।
মুছুন২০১৫ সালে ফেসবুকের পোস্টে লেখকের নাম আছে KangalI Fakir.
মুছুনহুমম...
মুছুনঅনেক দিন পর ভাবতে ইচ্ছা করছে .....
উত্তরমুছুনকে আমি....................???
হুম, ভাবেন...
মুছুনNice
মুছুনNice
উত্তরমুছুনNice
উত্তরমুছুনthnx, read others too
মুছুনLekha ta kangal fakir er...Anirudra Sarkar er noy... Please actual lekhok er nam din...
উত্তরমুছুন