৫০০ - ১০০০ টাকার নোট বাতিল নিয়ে মজা

৫০০ টাকা আর ১০০০ টাকার নোট বাতিল
নিয়ে অনেকে খারাপ ভালো নানা রকমের কথা বলছেন।
আমাদের ওসব নিয়ে মাথা বেথা নেই, কারন আমাদের টাকাই নেই, এগুলতে আমাদের লাভ লস কিছু নেই। কিন্তু একটা মজার পোস্ট পেলাম, সেটাই শেয়ার করছি আপনাদের সাথে।
Shanti Nei - Valobasa.In
জেনে নিন সরকারের পরবর্তী ঘোষনা কি হবে ...

১) আজ রাত ১২টা থেকে আগের সব বিয়ে বাতিল। 
       পুরানো  বৌরা কাল থেকে অচল। 

২) যাদের কাছে পুরানো বৌ আছে তা ৩০শে ডিসেম্বরের মধ্যে কোর্ট থেকে বদল করে নিতে হবে।

৩) আগামী দুই দিন সব কালীবাড়ি, ম্যারেজ রেজিস্ট্রি অফিস  বন্ধ থাকবে। 

৪) ২৪শে নভেম্বর অবধি প্রতিদিন দুই ঘন্টা করে নতুন বৌ এর সাথে থাকতে পারবেন।  
    পরে ধীরে ধীরে সেই সময় সীমা বাড়ানো হবে।


কেউ খারাপ ভাবে নেবেননা, এটা শুধুমাত্র মজা করার জন্য।

2 comments: