বোল্টু চাকরি পেয়ে গেলে কি হতে পারে!!
ভাবতে পারছেন??
থাক আপনাকে ভাবতে হবেনা কষ্ট করে। আমিই বলছি।
বল্টু এক অফিসের ম্যানেজার পদে চাকরি পেল। :-D
তো, বল্টু চাকরিতে জয়েন করার পরই কর্মচারীরা সময়মতো অফিসে আসা শূরু করল।
কেউ লেট করেনা।
তাই দেখে অফিসের এম.ডি একদিন বল্টুকে বললঃ ঘটনা কি?
আগেতো কেউই সময় মতো অফিসে আসতোনা!
আপনাকে ম্যানেজার করার পর থেকেই সবাই টাইমের আগেই চলে আসে।
আপনি কি জাদু জানেন নাকি?? ;-)
বল্টুঃ না স্যার, জাদু-টাদু কিছুনা।
আসলে,
.
.
.
.
.
.
.
.
.
.
আমি অফিস থেকে একটা চেয়ার বিক্রি করে ফেলেছি আর বলেছি যে সবার পরে আসবে,
তাকে দাঁড়িয়ে কাজ করতে হবে তাই সবাই টাইমের আগেই চলে আসে_____।।।। :D :D
haha...goood idea
ReplyDeleteyes bro
DeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeletehi
Deletehmmm hahaha
ReplyDeletehe he he
Deleteখব সুন্দর...
ReplyDeleteনমস্কার সাহেব বিশ্বাস... আপানার মনে আছে কি না জানি না,,, মনে করে দেখুন আমি আপনাকে বলেছিলাম আমি এই ব্লগে আমার জীবনের না বলা কিছু কথা শেযার করতে চাই... কিন্তু কাজের ব্যস্ততায় করা হয়ে ওঠে নি... গত কয়েক দিন আমি ফ্রি আছি তাই ভাবলাম আপনার এই ব্লগের ম্যাধমে আমার না বলা কিছু কথা বলি... তো যদি আপনি দয়া করে বলেন কিভাবে আমি সেই কথা গুলো আপনাকে পাঠাতে পারব মানে এই ব্লগে পোস্ট করতে পারব তাহলে খুব ভালো হত... আসলে অনেক কথা আমি কাওকে কিছু বলেতে না পেরে অনেক কষ্ট পাচ্ছি... তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেযার করি...
অবশ্যই লিখতে পারেন, ফেসবুকে আমাকে নক করুন একটু , সব কিছু বুঝিয়ে দিচ্ছি
DeleteFb.com/Biswas.Saheb