আজ একটা Love Story তোমাদের জন্য।
তবে অন্য টাইপের, মজার।
তাহলে শুরু করি...
Funny Love Story, Very Funny Love Story, Bengali Funny Love Story |
.
আর এভাবেই দেখতে দেখতে প্রায় মাসখানেক
কেটে গেল। মেয়েটি বুঝতে পারল ছেলেটি তার জন্যই প্রতিদিন কষ্ট করে অপেক্ষা করে। তাই মেয়েটিও ছেলেটির প্রতি দূর্বল হতে লাগলো !...
.
ছেলেটি মুখ ফুটে কিছুই বলত না, শুধু বাড়ির সামনে পায়চারি করতো আর নয়তো ফোন হাতে নিয়ে সময় কাটাতো।
.
মেয়েটি বুঝতে পারলো এই ছেলে খুব লাজুক, তাই যা করার নিজেকেই করতে হবে...!!
একদিন মেয়েটি ছেলেটিকে গিয়ে বললো, "আর কত দিন এভাবে কাটাবে?
বলো তুমি কি বলতে চাও।
আমি রাজি আছি।"
.
একথা শুনে ছেলেটির চোখে মুখে রাজ্য জয়ের ভাবমুর্তি ফুটে উঠলো। আর সব ভয় জয় করে সে বলল...
.
.
.
.
.
.
.
.
.
.
"দিদি...
আপনাদের বাড়ির wifi এর পাসওয়ার্ড দেওয়া নেই, তাই
নেট use করতে এখানে আসি।
আপনাদের wifi এর speed আরেকটু fast করতে পারেন না!? ভিডিও ডাউনলোড করতে দিলে অনেকক্ষন দাঁড়িয়ে থাকতে হয়....!!"
Ata onk aga safa Kabir ar video ta daksi😂😂
উত্তরমুছুন