বল্টুর সিনেমা দেখা + বোনাস


আজ আপনাদের জন্য
দুটো মজার গল্প নিয়ে এশেছি, আশা করি আপনাদের ভালো লাগবে।
ক্লাস ফাইভের এর ছেলে বল্টু একদিন একটা সিনেমা দেখতে গেল।
একটা ডাইলগ তার খুব পছন্দ হয়ে গেল... “লুকোবার কিন্তু কিছু নেই, আমি সব জানি।”
বেজায় খুশি হয়ে সে বাড়ীতে ফিরে মা কে বলল, মা  “লুকোবার কিন্তু কিছু নেই, আমি সব জানি।”
মা তাড়াতাড়ি তার হাতে ১০০ টাকার একটা নোট দিয়ে বলল “যা জানিস চেপে যা কাউকে বলিস না।”
বাবার সাথে বল্টু দোকানে কাজ করছিল, হঠাৎ সে বলে উঠল বাবা “লুকোবার কিন্তু কিছু নেই, আমি সব জানি।”
বাবা তাড়াতাড়ি তার হাতে ১০০ টাকার আর একটা নোট দিয়ে বলল “যা জানিস চেপে যা কাউকে বলিস না।”
বল্টু দেখল এ তো দারুন মজা, সে বাড়ীর ১৫ বছরের পুরানো কাজের লোক পোল্টুদা কে ডেকে বলল,
পোল্টুদা... “লুকোবার কিন্তু কিছু নেই, আমি সব জানি।”
পোল্টুদা বলল, তাহলে আর পোল্টুদা বলে ডাকছিস কেন, বাবা বলে বুকে আয় খোকা।
প্রথমটা তো শুনলেন, এবার দ্বিতীয় গল্পে আশা যাক...
এক কোটিপতির মৃত্যুর পর স্বর্গের দরজায় গিয়ে ধাক্কা দিচ্ছে।
দেবতা জিজ্ঞেস করলেন, "তুমি কে বাছা?"
লোকটি বলল, "আমি মর্তে কোটিপতি ছিলাম, আমি স্বর্গে প্রবেশাধিকার চাই।"
দেবতা জিজ্ঞেস করলেন, "স্বর্গে বাস করার মত তুমি কি এমন মহৎ কাজ করেছ?"
লোকটি বলল, "আমি একবার এক দু:খি ভিখারীকে দুই টাকা দান করেছিলাম। আর একবার আমার গাড়িতে ধাক্কা লেগে আহত এক ছেলেকে এক টাকা দান করেছি।"
দেবতা জিজ্ঞেস করলেন, "আর কি করেছো?"
লোকটি বলল, "আর তো কিছু মনে পড়ছে না।"
তখন এক দেবতা অপর দেবতাকে জিজ্ঞেস করলেন, ওকে কি করা যায় বলুন তো?
অপর দেবতাটি বললেন, কি আবার করবেন, ওকে তিন টাকা ফেরত দিয়ে নরকে পাঠিয়ে দিন!

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন