মেয়েদের খুসি করার কিছু টিপস


কেমন আছেন বন্ধুরা ?
আশা করি সবাই ভাল আছেন, আজ আমরা মেয়েদের খুসি করার জন্য কিছু টিপস বা বিষয় সম্পর্কে আলোচনা করব।
আপনারাও আপনাদের মতামত অবশ্যই জানাবেন।
তাহলে এবার মুল বিষয়ে ফিরে আসছি...
  • আপনার প্রিয় মানুষটির ছোট ছোট ভালো লাগার বিষয় গুলো খেয়াল রাখুন। যেমনঃ কি খেতে পছন্দ করে, কোথায় যেতে পছন্দ করে, কি গান শুনতে পছন্দ করে, ইত্যাদি।
  • কথা বলার সময় সরাসরি চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে আপনার সম্পর্কে তার বিরুপ ধারণা হবে না।
  • সবসময় প্রশংসা করবেন, কারণ সব মেয়েরায় চায় কেউ তার প্রশংসা করুক। প্রশংসা করবেন, আজ তাকে কেমন লাগছে, কোন কাপড়টাই তাকে ভালো লাগে ইত্যাদি।
  • সবসময় নিজের উপর আত্মবিশ্বাস রাখবেন। অনেক ছেলেরা আছে যারা মেয়েদের সামনে গেলে, তাদের সাথে কথা বললে ঘেমে ঝোল হয়ে যায়, মেয়েরা এটা মোটেও পছন্দ করে না, আপনাকে ভিতু ভাবতে পারে।
  • বাচনভঙ্গি ঠিক রেখে পরিমার্জিত ভাবে গুছিয়ে কথা বলার চেষ্টা করবেন।
  • অনেক ছেলেরা স্মোকিং করাটাকে স্টাইল মনে করে, ভাবে যে এটা মেয়েদের পছন্দের। কিন্তু এটা ভুল, মেয়েরা মোটেও স্মোকারদের পছন্দ করেন না। তবে সব মেয়েরা সমান না খেয়াল রাখবেন কথাটা।
  • শার্টের উপরের বোতাম দুটো বন্ধ রাখবেন। বুকের লোম দেখানোর স্টাইল সেকালের নায়কেরা করত।
  • রোমান্টিক মুভি(শাহরুখ খানের মুভিগুলো) দেখুন ভিতরে রোমান্টিকতা আসবে। সব মেয়েরাই চায় তার প্রিয় মানুষটি একটু রোমান্টিক হোক, একটু দুষ্টু হোক, একটু কেয়ারফুল হোক।
  • কথার মাঝখানে কখনো কখনো রোমান্টিক ডায়লগ দেবেন, একসাথে হাতে হাত রেখে চলবেন, সূর্যাস্ত দেখবেন, একটি কোল্ড ড্রিঙ্কস দুইজনে শেয়ার করবেন ইত্যাদি। ক্যানডেল লাইট ডিনার টাও অনেক মেয়েদের পছন্দের।
  • অনেক মেয়ে আছে যারা গিফট পছন্দ করে, তবে মেয়েদের জন্য সবচেয়ে বড় গিফট হল, ব্যস্ততার মাঝে আপনি তাকে কতটুকু সময় দিচ্ছেন, কতটুকু তার কেয়ার করছেন। একটি মেয়ে সবসময় চায় তার প্রিয় মানুষটি তাকে সময় দিক, তার পাশে থাকুক।
  • মাঝে মাঝে কিছু রোমান্টিক মুহূর্ত তাকে গিফট করুন, যেমন বৃষ্টি ভেজা দিন, পূর্ণিমার রাত, শেষ ক্লান্ত বিকেলের সূর্যাস্ত। ডায়লগ হতে পারে এমন রোমান্টিক মুহূর্তে/দিনে তোমাকে খুব মিস করছি।
পরিশেষে একটা কথায় বলব আপনার ভালোবাসার মানুষটিকে বুঝতে শিখুন, তার যেটা অপছন্দ সেটি করা থেকে বিরত থাকুন, আর মোস্ট ইম্পরট্যান্টলি তাকে সময় দিন।
আশা করি ভালো ফল পাবেন, আজ এই পর্যন্ত ভালো থাকবেন।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন