শ্রী শ্রী ফেসবুক পাঁচালি



শুনো শুনো বন্ধুজন শুনো দিয়া মন,
ফেসবুকের বিচিত্র লীলা করিগো বর্ণন।

যে নেশায় ডুব দিলে জগৎ হয় লয়,
জ্ঞানী-গুণি তাহাকেই ফেসবুক কয়।

ডেক্সটপ, ল্যাপটপ, ট্যাব, সেলফোন,
ফেসবুক দেবতার ইহারা বাহন।

সারাদিন ডিসপ্লেতে চেয়ে দুই চোখ,
কাহাকে করিবে লাইক, কাহাকে বা পোক্।

দাঙ্গা-দুর্ভিক্ষ বা সুনামিই হোক,
মা-বাবা মরিলেও সরিবেনা চোখ।

সকালের প্রাতঃরাশ, রাতের ডিনার,
এ্যকাউন্ট খুলিলেই ভুলিবে আহার।

পুরাযুগে থাকিলে এইসব স্কিম্,
অনাহারে ভীম ভায়া হইতেন স্লিম।

কত না বিচিত্র ছবি নিত্য হয় পোষ্ট,
কুত্তা করিছে পটি, মানুষ খায় রোষ্ট।

বড় বড় কোটেশন্ ঝাড়িতেছে রোজ,
অন্যকে দেয় জ্ঞান নিজের নাই খোঁজ।

প্রতিদিন প্রোফাইলে নতুন পিকচার,
বিচিত্র ভঙ্গিমা তার, কারিণা কোন ছাড়।

প্রশংসা করিতে তুমি রাখিবেনা খাদ,
অন্যথা ফ্রেন্ড লিস্টে যাবে নাম বাদ।

রোজ রোজ পাঠাইবে ফ্রেন্ড রিকোয়েস্ট,
দশাঙ্গুল ভুলিয়া যেন নাহি পায় রেস্ট্।

অচেনা করিলে বন্ধু কী হইবে হার্ম,
এই সব না ভাবিয়া করিবে কনফার্ম।

কেউ কেউ ফেসবুকে খেলে নানা গেম,
এ্যাকাউন্ট না থাকিলে এক্কেবারে শেম্।

পোষ্ট কর রাত জাগি যাহা আছে শখ্,
ভাবিওনা ভবিষ্যৎ যদি হয় লক্।

জয় জয় ফেসবুক পূজিব চরণ,
উচ্ছন্নে যাহিতে চাই কোরোনা বারণ..!
funny-facebook-logo-image
funny-facebook-logo-image

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন