স্বপ্নের অর্থ - মজার গল্প


বিবাহ বার্ষিকীর দিন সকাল বেলা সকালে নাস্তার টেবিলে স্ত্রী স্বামীকে বলল,” আমি স্বপ্ন দেখেছি তুমি আজকে আমাকে হীরের আংটি উপহার
দিয়েছো। এর মানে কি গো?”
স্বামী, ” ঠিক আছে, রাত্রে বলব”।
রাত্রে স্বামী অফিস হতে ফিরল ছোট্ট একটা রেপিং পেপারে মোড়ানো প্যাকেট হাতে, উপরের কার্ডে লেখা “ভালোবাসার দিনে আমার উপহার”।
স্ত্রী ছো মেরে স্বামীর হাত থেকে প্যাকেটটা নিয়ে আলমারীতে রেখে দিল।
সকালে স্বামী অফিসে চলে গেলে প্রিয় বান্ধবীকে ডেকে এনে, প্যাকেটটি কি ভাবে চালাকী করে স্বামীর কাছ থেকে আদায় করেছে এই গল্প করতে
করতে প্যাকেটটি খুলে ফেলল, প্যাকেটের ভিতরে চোখ যেতেই স্ত্রী জ্ঞান হারিয়ে ফেলল।
তার বান্ধবী তখন প্যাকেটের ভিতর উকি মেরে দেখল একটা বই রয়েছে, বইয়ের নাম - "স্বপ্নের অর্থ নিজেই বুঝুন"।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন