মজার ভূমিকম্প

ভূমিকম্প তো আজকাল জলভাত!
সময় অসময় নেই ভূমিকম্প!
আমার কাছে বেশ মজার ব্যাপার এটা, আসলে শুধু আমার কাছে না, যারা যারা এখনও এর ভয়ঙ্কর রুপ দ্যাখেনি তাদের কাছে এটা মজার কিন্তু যেদিন দেখবে সেদিন বুঝবে।
কিন্তু তাইবলে আগে থেকে ভয় পাবার লোক আমরা মটেও নই।
আজ আপনাদের জন্য ভূমিকম্প সম্পর্কীয় একটি মজার পোস্ট।
EarthQuake Funny Photo - Valobasa

ভূমিকম্প হলে মামণিদের যা যা করণীয়...
১) যখনই বুঝবেন, ভূমিকম্প হচ্ছে, সবার আগে মোবাইলটিকে বাঁচান! আপনি বাড়ি চাপা পড়ুন, ক্ষতি নেই! মোবাইল হাতছাড়া করবেন না!
২) তারপর পিছনে দেওয়ালে ছবিটা দুলবে, তাকে ব্যাকগ্রাউন্ডে নিয়ে একটা সেলফি তুলুন। চোখগুলো গোল্লা-গোল্লা করুন! অবশ্যই একটু লিপস্টিক ঠোঁটে বুলিয়ে নেবেন!
৩) তারপর চট করে অনলাইন হয়ে, ফেসবুকে লগ ইন করুন। সদ্য তোলা ছবিটাকে পোষ্ট করুন।
৪) সাথে স্ট্যাটাস দিন, "ও মা গো, ভূমিকম্প" অথবা "OMG Earthquake" সাথে feeling অ্যাড করুন, "feeling কাঁপুনি with ড্যাজলিং ট্যেঁপী, প্রিন্সেস পুঁটি।
৫) পারলে এক লাইন লিখে দিন, "আমাকে কেমন লাগছে??"
৬) ব্যস, ভূমিকম্প হলেই এটুকুই আপনার করণীয়! তারপর ঘাপটি মেরে বসে থাকুন, লাইক এবং কমেন্টের জন্য।
EarthQuake Funny Pic- Valobasa
এটা সুধুমাত্র একটা মজার পোস্ট।
আসাকরি কেউ রাগ করবেন না প্লিজ।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন