বড় ইচ্ছে করে ভালোবাসতে
বড় ইচ্ছে করে, রোজ খুব সকালে ঘড়ির এলার্মের মতো তোর ঘুম ভাঙাতে।
বড় ইচ্ছে করে, সকালে চায়েরকাপে চুমুক দেয়া তোর মায়াবী ঠোঁটের স্বাদ নিতে।
বড় ইচ্ছে করে, ঘর্মক্লান্ত দুপুরে স্নানের পর তোর প্রতিটি অঙ্গের ঘ্রাণ নিতে।
বড় ইচ্ছে করে, বিকালের হালকা রোদে তোর হাত ধরে ব্যস্ত শহরে হাটতে।
বড় ইচ্ছে করে, চাঁদনী রাত তোর ঘুমন্ত মায়াবী চেহারা দেখে কাটিয়ে দিতে।
বড় ইচ্ছে করে, ছায়ার মতো প্রতিটা মুহুর্তের তোর সঙ্গী হতে।
বড় ইচ্ছে করে, তোকে নিয়ে গড়া এই কল্পনা গুলোকে সত্যি করে তুলতে।
বড় ইচ্ছে করে, তোকে আমার মনের মতো করে ভালবাসতে।
এগুলো শুধুমাত্র ইচ্ছা, মনে হয় না কখনও পুরন হবে কিনা!
ছোট কিছু কথা যা মনে আসছে লিখে ফেললাম।
ভালোবাসা মানে জয়ী হওয়া না। বরং কারো জন্য পরাজয় টাকে মেনে নেওয়া।
ভালোবাসা হোক অসীম। বেঁচে থাকুক ভালোবাসা হাজার বছর।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন