পশুপাখিদের ফেসবুক

আজ আবার একটা মজার পোস্ট করছি আপনাদের জন্য।
আসুন সুরু করা জাক,
যদি অন্য প্রাণীদের ফেসবুক একাউন্ট থাকত তাহলে কেমন হত তাদের স্ট্যাটাস!
সেটাই বলব আজ আপনাদের।


আরশোলাঃ এইমাত্র বেঁচে ফিরলাম, একটা মটু লোকের পায়ের নিচে একটু হলেই চাপা পড়ছিলাম আরকি! হায় ভগবান, এ কি রিস্কি জীবন দিয়েছ আমাকে?
বিড়ালঃ আজ সকালে একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমার 7 নম্বর বাচ্চাটা হঠাৎ গলা জড়িয়ে ধরে জানতে চাইল ওর বাবা কে? আমি এখন কি করে বলি? আমার নিজেরেই যে মনে নেই!
মশাঃ OMG! আমি HIV পজিটিভ ! কেন যে টেস্ট না করেই রক্ত খেতে গেলাম!
পাঁঠা ছাগলঃ যাক বাবা, সব পূজা শেষ হলো। এবার একটু শান্তিতে থাকতে পারব। প্রাণ সংশয় হয়ে উঠেছিল আরকি!
মুরগীঃ কাল যদি আমি স্ট্যাটাস না দিই, তাহলে বুঝে নিও আমি আছি কোনো বিয়ে বাড়ির রোস্টের ডিশে।
মোরগঃ কুক্কু-রু - কু -উ ...গুড মর্নিং ফ্রেন্ডস।
টিকটিকিঃ ইস্, লেজটা খসে গেল! কেউ আমাকে একটা লেজ ধার দেবে প্লিজ? একসপ্তাহ পর মেল করে পাঠিয়ে দেব।
টাইগারঃ সুন্দরবনে বসে ডিনার করছি। হরিণের মাংস আর শেয়ালের রক্ত। চাই নাকি বন্ধুরা?
বাদুরঃ একটা সেলফি তুলে আপলোড করে, কেমন লাগছে আমায়? দুদিন ধরে উল্টো হয়ে ঝুলে আছি, ডায়েটিং করছি, বাবাঃ কী ক্লান্ত!
ময়ুরঃ জন্মদিন টা চমৎকার কাটল...আমি আর আমার গার্লফ্রেন্ড একসঙ্গে পেখম তুলে নাচ করেছি, ফটোগুলো আপলোড করলাম... feeling loved.
কোকিলঃ শীত এসে গেল আর শীত গেলেই তো শুরু হয়ে যাবে আমাদের সা-রে-গা-মা-পা।
এখন থেকেই আবার রেওয়াজে বসতে হবে.. feeling exited.
উকুনঃ বুল্টি আজ টেনশনে ফেলে দিচ্ছিলো। হঠাত করে আজ মাথায় চিরুনি অভিযান চালাল। অল্পের জন্যে বেঁচে গেছি... feeling alive!
পেঁচাঃ শিকারে বেরোতে হবে। তোমরা সব ঘুমিয়ে পড়। কাল কথা হবে। গুড নাইট।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন