সন্তানকে সময় দিন

সরি,
অনেকদিন পোস্ট করা হয়নি কোন কিছু তাই সরি।
তো আজকের লেখাতা শেষ করি।
একজন শিক্ষিকা ডিনার শেষ করে স্কুলের হোমওয়ার্ক এর খাতা চেক করছিলেন। 
তার স্বামী তার পাশে বসে আইফোনে তার প্রিয় ফেসবুক নিয়ে ব্যস্ত। 
হোমওয়ার্ক এর খাতা চেক করতে করতে যখন সর্বশেষ খাতা চেক করবেন তখন ঐ শিক্ষিকা আবেগা আপ্লুত হয়ে পড়লেন।
তিনি নীরবে কেঁদে উঠলেন। 
তার স্বামী বিষয়টি লক্ষ্য করে জিজ্ঞেস করলেন - কাঁদছো কেন? কি হয়েছে?
শিক্ষিকা বললেন- গতকাল স্ট্যান্ডার্ড ওয়ানের ছেলেমেয়েদের হোমওয়ার্ক দিয়েছিলাম 'My Wish' নিয়ে লিখতে।
স্বামী বললেন - ঠিক আছে। বাট কাঁদছো কেন?
আমি যখন সর্বশেষ হোমওয়ার্ক এর খাতা পড়ছিলাম সেটা আমাকে আবেগা আপ্লুত করেছে।
স্বামী বেশ কৌতূহলের সাথে জিজ্ঞেস করলেন- কি লেখা আছে ঐ খাতায় যা তোমাকে আবেগা আপ্লুত করেছে?
'শোনো' - শিক্ষিকা খাতা পড়ে শোনাতে লাগলেন, "আমার ইচ্ছা একটি আইফোন ও ফেইসবুক হওয়া।
আমার বাবা-মা আইফোন ও ফেসবুক কে খুব ভালোবাসে।
তারা আইফোনের এতই যত্ন নেয় যে মাঝে মাঝে আমার যত্ন নিতে ভুলে যায়।
আমার বাবা যখন অফিস থেকে ক্লান্ত হয়ে ফেরে তখন তাদের ফেসবুক এর জন্য সময় আছে কিন্তু
আমার জন্য নেই।
বাবা-মা যখন কোন গুরুত্বপূর্ণ কাজ করে তখন ফোন বেজে উঠলে তারা একমুহুর্ত দেরি করেনা ফোন ধরতে কিন্তু আমি কাঁদলে.......তারা তা করে না।
তারা ফেসবুক নিয়ে ব্যস্ত থাকে কিন্তু আমার সাথে নয়।
তারা যখন ফোনে কথা বলে তখন আমি কোন কথা বললে তারা শোনেনা এমনকি কোন গুরুত্বপূর্ণ
কথা হলেও না।
তাই আমার ইচ্ছা একটি আইফোন হওয়া।
লেখাটি শোনার পর স্বামীও বেশ ইমোশনাল হয়ে গেলেন। 
তিনি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন - কে লিখেছে এই লেখাটি?
- 'আমাদের সন্তান'।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন