ফাকা মাঠে পিকনিক

আজ এখন পোস্ট করার ইচ্ছা তেমন ছিলনা।
তবুও একটা লিখলাম, তাই একটু ছোট হয়ে গেল।
Funny Friends On Picnic At Tents - Valobasa

দুই বন্ধু পিকনিকে গেছে। ফাকা মাঠ। 
রাতে একটি তাঁবু টানিয়ে তার ভেতর ঘুমিয়ে পড়ল তারা দুজন।
মাঝরাতে এক বন্ধু আরেক বন্ধুকে ডেকে তুলল।
১ম বন্ধু : দোস্ত, আকাশ দেখতাছস?
২য় বন্ধু : হ দোস্ত। দেখতাছি তো।
১ম বন্ধু : কি বুঝলি?
২য় বন্ধু : আকাশে কোন মেঘ নাই। অনেক তারা দেখা যাচ্ছে। তার মানে, আজ বৃষ্টি হবে না।






১ম বন্ধু : ওরে আবহাওয়াবিদের বাচ্চা!! আমাগোর তাবুডা চুরি হইয়া গেছে।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন