আজ সময় খুব কম।
একটা ছোট মজার জোকস বলব শুধু।
একদিন পাগলা গারদের এক ডাক্তার তিন পাগলের উন্নতি দেখার জন্য পরীক্ষা নিচ্ছিলেন। পরীক্ষায় পাস করতে পারলে মুক্তি, আর না করলে আরো দুই বছরের জন্য আটকানো হবে।
ডাক্তার তিনজনকে সাথে নিয়ে একটা জল শূন্য সুইমিং পুলের সামনে গিয়ে ঝাঁপ দিতে বললেন।
প্রথম পাগল সাথে সাথেই ঝাঁপ দিয়ে পা ভেঙ্গে ফেলল।
দ্বিতীয় পাগলটিও ডাক্তারের কথা মতো ঝাঁপ দিয়ে হাত ভেঙ্গে ফেলল।
কিন্তু তৃতীয় পাগলটি কোনোমতেই ঝাঁপ দিতে রাজি হলো না। ডাক্তার আনন্দে চিৎকার করে উঠে বললেন, আরে, তুমি তো পুরোপুরি সুস্থ।
তোমাকে মুক্ত করে দেব আজই।
আচ্ছা বলো তো তুমি কেন ঝাঁপ দিলে না?
সে বললো, ‘আমি তো সাঁতার জানি না মাস্টারমশায়’।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন