মোটর মেকানিক যখন ডাক্তার

মজার গল্প
বাংলা মজার গল্প,
Mojar Golpo, Bangla Mojar Golpo, Funny Bengali Story
এক ডাক্তার হাসপাতালে সার্জন হিসেবে জয়েন করেছেন। 
প্রথমদিন অপারেশন করবেন। জটিল কেস। 
নার্স, অ্যানাস্থেটিষ্ট, সার্পোটিং ডাক্তার, সবাই অপারেশন থিয়েটারে প্রস্তুত। রুগী টেবিলে শুয়ে আছে। 
ডাক্তারবাবু এসে প্রথমেই বললেন। “রুগী কে উপুড় করে শুইয়ে দাও”। 
সে আবার কি কথা!

“স্যার, পেটের টিউমার অপারেশন। উপুড় কেন করব স্যার”? সার্পোটিং ডাক্তার বলল। 
“আঃ। যা বলছি তাই কর”। 
সবাই মুখ চাওয়া-চাওয়ি করে রুগীকে উপুড় করে দিল। বড় সার্জন, মুখের উপর কিছু বলা যায় না।

“এবার একটা বড় চাদর দিয়ে পেশেন্টকে ঢেকে দাও। ফ্লোর অবধি যেন চাদরটা ঝুলে থাকে”।

একজন একটা বড় কাপড় দিয়ে ঢাকা দিয়ে দিল।

“গ্লাভস”। একজন নার্স সার্জনের হাতে গ্লাভস পড়িয়ে দিল।

সবাইকে অবাক করে সার্জন টেবিলের তলায় ঢুকে পড়লেন। 
একটু পরেই টেবিলের তলা থেকে একটা হাত বেরিয়ে এল, “সীজার্স”। থতমত খেয়ে নার্স সেই হাতে কাঁচি ধরিয়ে দিল। 
এরপর একে একে “নাইফ”, “কটন” ইত্যাদি যা যা চাইলেন সব দেওয়া হল।

খানিক্ষন পরে ডাক্তারবাবু নীচ থেকে বেরিয়ে এসে বললেন, “দা অপারেশন ইজ সাকসেসফুল। আপনাদের ধন্যবাদ”।

বলে কি? 
ঢাকা সরিয়ে রুগীকে সোজা করে দেখা গেল সত্যিই তো!!! 
একদম পারফেক্ট। হৈ হৈ পড়ে গেল। এরকমও সম্ভব!!! 
খবর পেয়ে সি এম ও ছুটে এলেন। 
জানতে চাইলেন কি করে এটা সম্ভব হল।

গম্ভীর মুখ করে সার্জন বললেন,


“আমি এর আগে মোটর মেকানিক ছিলাম”।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন