ফ্লাইওভার

ফ্লাইওভার গল্প - কলকাতা
Flyover
ফ্লাইওভারের মুখে এসে ক্যাবের ড্রাইভার জিজ্ঞাসা করল, 
'স্যর, ব্রিজের উপর দিয়ে যাবেন না নীচ দিয়ে যাবেন?" 
মহা সমস্যায় পড়লাম ! 
সিন্ডিকেটের মশলায় তৈরী ফাটল ধরা, তাপ্পি মারা পুরনো ব্রিজ। ভেঙে পড়তেই পারে। 
ভেঙে পড়লে বেওয়ারিশ লাশ হয়ে লাশকাটা ঘরে পড়ে থাকতে হবে।
প্রশ্নটা হচ্ছে, উপর দিয়ে যাব না নীচ দিয়ে। 
নীচ দিয়ে গেলে বডি তো আর কেউ পাবে না, দুদিন পরে কংক্রীটের গায়ে থ্যাঁতলান টম্যাটোর মতো মাংসের সস্ হয়ে থেকে যাব। 
বাড়ির লোককেও বডি না পেলে সাত বছর অপেক্ষা করতে হবে LIC র টাকা পেতে।
তা হলে?
বলেই ফেললাম, উপর দিয়ে। 
ভুল বলি নি মনে হল। 
প্রচুর গাড়ি দেখলাম ব্রিজে ওঠার লম্বা লাইনে। 
নীচটা পুরো ফাঁকা। 
অনেক দিন পর একটা সঠিক সিদ্ধান্ত নিতে পেরে মনটা হাল্কা হয়ে গেল।

বউকে ফোন করে বলে দিলাম, ব্রিজে উঠছি। 
আধ ঘন্টা পরেও ফোনে না পেলে টিভির নিউজটা দেখ। 
আর LIC র কাগজ আলমারির উপরের তাকে ডান দিকে বাদামী খামের মধ্যে আছে।

চলে যাই যদি তবু মনে রেখ।
- স্বাগত গাঙ্গুলি

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন