ভুবনবাবু, আপনি রানু মন্ডলকে চেনেন?

 Valobasa dot com Bhalobasa dot com Valobasha dot com Bhalobasha dot Com Valobasa.com

Valobasa dot com

সামপ্লেস এলসে তো জমিয়ে দিলেন দেখছি। 

আবার বললেন, বাদাম বিক্রি করব না। শুধু গান গাইব । সিদ্ধান্তকে স্বাগত এবং অফুরান ভালোবাসা। 

জানেন তো ভুবনবাবু, আপনি ভুবন জোড়া ভাইরাল হওয়ার ঠিক ২ বছর আগে একজন মহিলা রানাঘাট স্টেশনে বসে ভিক্ষা করতেন। গান গাইতেন আপন মনে। 

জনৈক সেই গান শুনে ভিডিও করলেন। ভাইরাল হল। 

সময়ের নিয়মে প্রতিভার উড়োজাহাজে মুম্বই পৌঁছে গেলেন তিনি। হিমেশ রেশমিয়ার সঙ্গে জবরদস্ত গান রেকর্ডিং করলেন। 

পাড়ার মোড়, নদীর চরে বাজল সেই গান। আ-আআআআআ। 

এখন উনি কি করে জানেন? 

বাড়িতে যায় তৃতীয় সারির কিছু ডিজিটাল প্ল্যাটফর্মের লোকজন। গিয়ে বাংলা খিল্লি করেন। 

কখনও বলেন কাঁচাবাদাম গাইতে। কখনও বলেন শ্রীভাল্লি গানে নাচুন। 

আর উনিও দম দেওয়া পুতুলের মত নেচে চলেন। 

আর যখন সম্বিত ফেরে, তখন উনি খোলস ছেড়ে বেরিয়ে দাঁত নখ খিঁচিয়ে নেমে পড়েন আক্রমণে। 

বেসিক্যালি, এখন উনি নিপাট আনন্দের বস্তু হয়ে উঠেছেন। 

অথচ এমন তো ছিল না! 

ভুবনবাবু, ভয় কোথায় জানেন? 

আপনি এখন ভাইরাল। সিরিয়ালের লোকজন কোমর  দোলায় আপনার গানে। আপনাকে ধুতি পাঞ্জাবি খুলিয়ে ঝিকিমিকি ব্লেজার পরিয়ে পারফর্ম করানো হয়। 

হয়ত আপনার মত নিয়েই। কিন্তু সত্যি বলুন তো, ঝিকিমিকি ব্লেজার পরে সামপ্লেসের মঞ্চে অতবার গলা থমকালো কেন আপনার? হয়ত, পোশাকটা আপনার কমফোর্ট জোন নয়। 

মঞ্চ আপনার কমফোর্ট জোন হতেই পারে। 

হয়ত আপনি অভ্যস্ত নন। আপনার কাঁচা বাদাম গানের সামনে মানুষজন সল্টেড বাদামেরই চাট নিয়ে হুইস্কিতে চুমুক দেবেন। ভুবনবাবু আপনার ভুবনের সঙ্গে এই ভুবনের ঢের পার্থক্য। 

এই ভুবন মানিকে মাগে হিতেকে ভুলে যেতে ৩ মাস সময় নিয়েছে। আপনি কতদিন মনে থাকবেন, তা আপনি ঠিক করবেন না। 

করবে অন্য ভুবন। 

এটাকে বলে ভাইরাল ভুবন। 

যেই ভুবনটা এখনও আপনি চেনেননি। রানু মন্ডলও চিনতে পারেননি।

0 comments:

একটি মন্তব্য পোস্ট করুন